এই সব রাত আসে রাত্রির মত; এই সব রাত্রির বুকে জলবিন্দুর নীল ক্ষত
… ক্ষত নয়, মহাকাশে বেদনার জল; এই ই জীবন এই তার উপমা অতল।
.
.
.
.
জগতের সবাই সুখি হোক। আমিন।
এই সব রাত আসে রাত্রির মত; এই সব রাত্রির বুকে জলবিন্দুর নীল ক্ষত
… ক্ষত নয়, মহাকাশে বেদনার জল; এই ই জীবন এই তার উপমা অতল।
.
.
.
.
জগতের সবাই সুখি হোক। আমিন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জগতের সকলে সুখী হোক। আমিন।
স্বাগত ধন্যবাদ মি. দীলখুশ মিঞা।
মনে বড় আশা ছিল দীলখুশ মিঞার স্পেসাল শুভেচ্ছা জানাব। কিন্তু এটা অনেকের মনবেদনার কারণ হয়ে দাড়িয়েছে তাই আমিই আমার বৈচিত্রতা ছেড়ে দিয়ে সবার মতই হয়ে যেতে চাই।
হ্যালো হাই
বাই বাই।
দিলখুশ মিয়ার Brand ফেরত চাই!
আমাদের দাবি মানতে হবে, মানতে হবে!
কিছু কথা বলি মি. দীলখুশ মিঞা।
প্রত্যেকে আমরা মানুষ হলেও আমাদের গড়ন আকৃতি ভিন্ন। মেধাবী মননের চিন্তা চেতনা শব্দ প্রয়োগের স্বতন্ত্রতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনন্য ধারায় যারা চিন্তা করেন তা্রা সমাজে বা সামাজিক মাধ্যমে অনন্য। বাকী সব আমবাত্। আমার বিশ্বাসে এটাকেই বলে স্বকীয়তা। বৈচিত্র্য উপস্থাপন ক্ষমতা ঈশ্বর প্রদত্ত।
আপনার চৌকষ মন্তব্যে কার কি এলো গেলো সেটা দেখার বিষয় আপাতত নয়; বিষয় হলো সেটা পরিবর্তনের জন্য কিনা !! যারা এটাকে রিয়ালাইজড করতে পারেন না; তারা এমনিতেও যাবে অমনিতেও যাবে। তাদের প্রয়োজন বাহানা।
আমিন
আমিন। ধন্যবাদ মি. মোকসেদুল ইসলাম।
সবাই সুখী হোক, খুব ভাল কথা। এস টি কোলরিজ সাহেবের এনচেন্ট ম্যারিনার কাব্যে উনি দেখাইলেন, সব প্রাণীর প্রতি ভালবাসা দেখাইতে হইবে। এমনকি সাপেরেও।
He prayeth best, who loveth best
All things both great and small;
For the dear God who loveth us,
He made and loveth all.
আমার একটা সম্পূরক প্রশ্ন আমরা কি আসলেই চাই, মশারা সুখী হোক, কিংবা তেলাপোকারা।
ইয়েস। সম্পূরক প্রশ্নের সরাসরি একটাই উত্তর স্যার। হিংস্র অথবা দূর্বলতার সুযোগ নেয় এমন কারু হয়তো চাই না তবে বেশী অর্থে ইয়েস !!
সারা বিশ্বে বয়ে যাক আনন্দের বন্যা, সুখের সাগর।

স্ব স্ব অবস্থানে প্রত্যেক প্রাণী তার মতো করে সুখি হোক।
বন্ধু,
খুশীরই বিষয়
অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু।
