ব্লগবুক অণুলিখন ৪১

সুখ-শীতের কুণ্ডলী ছেড়ে অস্তিত্বের চাতালে জাগাও
আমাদের কৈশোর জন্মের স্মৃতিচিহ্ন।

অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।

জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে।

যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।

চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।


.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

6 thoughts on “ব্লগবুক অণুলিখন ৪১

  1. কবিগুরুর জন্মতিথিতে রাখি … বিনম্র শ্রদ্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    youtu.be/Crj1IFHKEjY

  2. আমার মাথা নত করে দাও হে তোমার
    . চরণধুলার তলে |
    . সকল অহংকার হে আমার
    . ডুবাও চোখের জলে |
    . নিজেরে করিতে গৌরব দান
    . নিজেরে কেবলই করি অপমান,
    . আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
    . ঘুরে মরি পলে পলে |
    . সকল অহংকার হে আমার
    . ডুবাও চোখের জলে |

    . আমারে না যেন করি প্রচার
    . আমার আপন কাজে—
    . তোমারি ইচ্ছা কর হে পূর্ণ
    . আমার জীবন মাঝে |
    . যাচি হে তোমার চরম শান্তি
    . পরানে তোমার পরম কান্তি
    . আমারে আড়াল করিয়া দাঁড়াও
    . হৃদয়পদ্মদলে |
    . সকল অহংকার হে আমার
    . ডুবাও চোখের জলে |

    1. কবিগুরুর জন্মতিথিতে আপনাকেও শুভেচ্ছা মি. আনু আনোয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-
    নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।

    আমার রবীন্দ্র সঙ্গিত শোনার প্রথম দিকের গান গুলোর মধ্যে এটি একটি । কিন্তু এখনো প্রথম লাইনের অর্থই বুঝি না ! ধন্যবাদ স্যার কবি গুরুর জন্মতিথিতে আপনার সুন্দর ছবিখানার সাথে এই সুন্দর গানটির জন্য !

    1. ধন্যবাদ মি. আনিসুর রহমান। গীত বাণী মূলত ঈশ্বর বন্দনা। আমি মনে করি। :)

      1. ঈশ্বর বন্দনায় “অন্তরতর” শব্দের গভীরতর মর্মার্থ বড়ই রহস্যতর !

মন্তব্য প্রধান বন্ধ আছে।