অসম্পূর্ণ অনুভব
– যাযাবর জীবন
কিছু অনুভূতি স্পর্শের
কিছু অচেনা কিছু পর
কিছু সম্পর্ক অসম্পূর্ণ
কিছু কিছু বাঁধে ঘর;
কিছু স্পর্শ ছিল তোর ভালোবাসার
কিছু অবহেলার
কিছু নিঃস্পৃহ
অতঃপর
অনুভূতি-শূন্য হতে হতে আমায় করেছিস পর,
সাজানো গোছানো অনেক সুখের তোর ঘর;
কিছু অসম্পূর্ণ সম্পর্ক আমায় ভাবায় দিনান্ত
কিছু অচেনা অনুভবে কাটাই প্রহরান্ত।
কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি নির্বাসিত যাযাবর।
অনেক অনেক অনেক ভাল লাগে আপনার কবিতা।
খুব সুন্দর