মুরগী রাজহাঁসের সঙ্গে বিয়ে করে ফেলাতে মোরগ মুরগী কে রেগেমেগে —
-তুই হাঁস কে বিয়ে করলি শেষে !!
আমি কি মরে গিয়েছিলাম..??
-রাগ করিস না রে, আমি তো
তোকেই বিয়ে করতে চেয়েছিলাম।
কিন্তু মা-বাবা’র ইচ্ছে ছিল …
ছেলে যেন নেভিতে কাজ করে !!
পা’শ থেকে পানকোউরী বললো..
“তাহলে আমাকে রিজেক্ট করেছিলি কেন, আমিও তো নেভিতেই আছি”…।
মুরগী বললো – “মা রাজি হলো না রে”…
বললো.. “ও ছেলে ডুবে ডুবে জল খায়, তাছাড়া বংশটাও রাজবংশ নয় !”
মজাই পেলাম ।
মজাই মজা
মজা পেলাম, বেশ মজা। এখনো হাসি লেগে আছে মুখে। ধন্যবাদ প্রিয় কবি।