ধবলীর বরই

ধবলী তোর প্রজন্ম বরই গাছে
ধরেছে নাকি বরই খুব সুন্দর-
জানাইলি না কোন খচ খবর !
কখনো ইট পাটকেলের আঘাতে
যদি ক্ষত বিক্ষত হয় জানতে চাস না
জানি কোন বেলা প্রতি উত্তর;

-অনাবৈশাখির গন্ধ পরশ উড়াবে
ওখানেই শুকনো পুড়ুক অহংকার!
শুধু বসন্ত হাওয়ারা করবে ছুঁই- ছুঁই-
বোঝবো না তখন- ভীষণ দরকার;
এতটুকু ভাবিস না আদান প্রদানের খিল
রাখেন যদি বিধি আল্লাহ ওদের মিল।

১৯/০৩/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “ধবলীর বরই

  1. আঞ্চলিক শব্দানুভূতিতে আপ্লুত হলাম লিখাটি পড়ে।
    অভিনন্দন প্রিয় কবি মি. সরকার। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।