আয়-না বৃষ্টি, আয়-না নেমে…..

ঝিরিঝিরি যাচ্ছে ঝরে- আহা চৈত্রের বৃষ্টি
লাগছে ভালো বারান্দাতে-রাখতে উদাস দৃষ্টি।

পাতার নাচন বৃষ্টির সাথে-জলের প্রেমে পাতা
ভিজছে ঐ যে খোকা খুকু-জলে ভেজা মাথা।

ঠান্ডা হাওয়ায় আরাম দেহে-পরিবেশে শান্তি
মরে গেলো বৃষ্টির জলে-ধূলো ময়লা ক্লান্তি।

কলাগাছে বৃষ্টি পড়ে-পাতা উঠে কেঁপে
ও-রে বৃষ্টি যা ঝরে যা- রোদ্দুর দিব মেপে।

জলের নুপূর টিনের চালে-রুনুঝুনু বাজে
বৃষ্টির বিকেল বৃষ্টি দেখি -মন বসে না কাজে।

গাছের পাতা সবুজ হলো- বৃষ্টির জলে নেয়ে
নীল আকাশ’টার রঙ বিবর্ণ-কালো মেঘে ছেয়ে।

অলস মানুষ বৃষ্টির ভয়ে-খুলল রঙিন ছাতা
এমন দিনে খুলে বসবে- কবি কাব্যের খাতা।

আহা একি বৃষ্টি হঠাৎ – গেলো বুঝি থেমে
ডাকছি বৃষ্টি আয় না আবার-আকাশ ভেঙ্গে নেমে!

১৮-০৩-২০১৭ তারিখ

12 thoughts on “আয়-না বৃষ্টি, আয়-না নেমে…..

  1. নাহ্। চোখ ব্যাথা হয়ে গেলো ছবিটার তাকিয়ে থাকতে থাকতে !!
    ভেবেছিলাম বৃষ্টির ছবিটা এই বুঝি নড়ে চড়ে উঠে। নড়ে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    লিখা সুন্দর হয়েছে প্রিয় মুহতারামা। ভালো লাগা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. হাহাহাহ এটার এনিমেশন করা যেতো কিন্তু স্যামসাং এর এনিমেশন সাইজে বড় হয়ে যায়। আমার বাসার সামনের ছবি ।

      ধন্যবাদ শ্রদ্ধেয় ভাল থাকুন

    2. ওয়াও। আপনার ফটোগ্রাফ আমার কাছে সবসময়ই অসাধারণ লাগে। স্যামসাং সেট এর কোন সিরিজে এনিমেশন apk কোনটা ব্যবহার করতে হয় জানাবেন।

      ধন্যবাদ।

      1. স্যামসাং এর ক্যামেরায় গেলে অহহো বুঝাতে পারবো না

        রাতে আপনাকে স্ক্রীণশট দিমুনে :)

    3. ওহোহোহো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif স্যামসাং ক্যামেরার কাহিনী বললে কিছুই বুঝবো না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif
      ভেবেছিলাম স্যামসাং মোবাইল। ঐটা হলে শিখতে আপত্তি নাই। DSLR না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      1. আমারই ভুল

        ক্যামেরা নাতো স্যামসাং মোবাইল কইতে গিয়া ক্যামেরা লিইখ্যা ফালাইছি ইয়া মাবুদ মাথা গেছে। এ সেভেন মোবাইলের কথা কইছি

    4. রাইতের অপেক্ষায় রইলাম। এনিমেশন apk র নাম হলেই চলবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।