ট্যাগ আর্কাইভঃ অ’ছড়া

দুষ্টু প্রলাপ (১-৫)


দুষ্টু প্রলাপ-১
মনে আমার আবির রঙে-রাঙিয়ে দেয় কেউ
দু:খগুলো যায় গো উড়ে-মনে সুখের ঢেউ
ইচ্ছে লাগছে আবির নামে-নামটি রাখি তার
থাকলে আবির পাশে আমার-মন খারাপ নয় আর।
যদি আমি আবির বলে-ডেকে তারে কই
আবির তুমি সখা হবে -আমি তোমার সই?

দুষ্টু প্রলাপ-২
দূরে থেকেই ছুঁয়ে দিলে-আবেগী এই অন্তর
কি জানি কি যাদু দিয়ে-ফুঁকলে যে ছুঁ মন্তর।
মনটা আমার উড়ো উড়ো-ছুটে যেতে চায় গো
উঠতে ইচ্ছে ভরা জোসনায়-তোমার প্রেমের নায়গো।
কোথায় তুমি আছো চুপে-মন বাড়িয়ে ডাকি
তুমি হবে প্রজাপতি-নাকি সুরের পাখি?

দুষ্টু প্রলাপ-৩
কেমন কেমন লাগে তোমার-দুর্বল হলে প্রেমে
আহা সময় থাকত যদি-এই জায়গাতেই থেমে।
ভাবছ তুমি কি হবে হায়-ভালবাসার দশা
এই যে শুনো শেষ করোতো-ভাবনার অংক কষা।
যা হবে তা যাবে দেখা-প্রেমে কি ডরে বীর
চক্ষু মোদে দেখো মনে- স্বপ্ন’রা বাড়ায় ভিড়!

দুষ্টু প্রলাপ-৪
যাও না বাপু দূরে একটু-ঘেঁষে আছো গা যে
ছোঁয়া লাগলে শিহরণে-কাঁপন বুকের মাঝে
ভাল লাগার প্রহরগুলো-থেমে সে কি থাকে!
কষ্ট সকল একটু পরেই-ঢুকে যাবে ফাঁকে!
দূরেই থাকো স্বপ্ন আঁকো- পাবো পাবো আশায়
তোমায় নিয়ে স্বপ্ন হাজার -সুখ সাগরে ভাসায়!

দুষ্টু প্রলাপ-৫
ঘুমে তুমি জেগে আমি-দুষ্টু কাব্য রচি
ডাকছি শুনো বুঝো নাকো-আহা খোকা কচি!
আরে শুনো ভাবছো কি যে- মশারি নাও হাতে
মশা কামড়ায় জ্বালা দেহে-ছন্দ হারায় তাতে
আবোল তাবোল ভাবছ বুঝি?-লজ্জাতে যাই মরি!
যাও না বাপু ঘুমাও এবার- ভাসাই কাব্যের তরী।

বৃষ্টি কাব্য

নেট কালেকটেড এনিমেশন ছবিটি

©কাজী ফাতেমা ছবি
মেঘলা আকাশ-মেঘলা দিনে
বসে জানলার পাশে
বইয়ের পাতায় তোমার ছবি
চোখে কেবল ভাসে।
এসে দেখো এখান’টাতে
ঝরছে বৃষ্টি অঝোর
জোড়া শালিক বৃষ্টি দেখছে
আমি কেবল বেজোড়!
জানলার পর্দা নড়ে চড়ে
ফাঁকে আসে হাওয়া
বৃষ্টির ছিটায় ভিজল পাতা
ভিজল দখিন দাওয়া।
গাছের পাতায় বৃষ্টির কান্না
থিরথিরিয়ে কাঁপে
এসো চলে কাটবে ভালো
উষ্ণ চায়ের তাপে।
যেয়ো নাকো ঘরের বাইরে
বৃষ্টি দেখবো সাথে
ইচ্ছে হলেই রাখতে পারো
হাতটা আমার হাতে।
হিমেল হাওয়ার শিহরণে
কাঁপবে যখন তুমি
ছুঁয়ে দিলে তোমায়-হবে
সুখের মনোভূমি।
এমন দিনে একলা একা
ভাল্লাগে না আমার
চলে যাচ্ছো হনহনিয়ে
হৃদয় যেনো তামার!

২।
রিনিঝিনি বৃষ্টির নুপূর
বাজে আমার প্রাণে
সময় কাটুক এমন দিনে
মৃদু সুরের গানে।
বইয়ের পাতায় মন ডুবিয়ে
পড়ব প্রেমের গল্প
ভাসবো সুখে উথাল পাতাল
গাইবো সুরে অল্প।
অফিস কামাই করবো আমি
হবো বৃষ্টির সঙ্গী
বৃষ্টির জলে পা ছুঁয়ায়ে
ইচ্ছের পাখি ঢঙ্গী।
ফাগুন গেলো চৈত্র এলো
অবেলার এই বৃষ্টি
বন্ধু তুমি চলে এসো
হয়ে আজকে ইষ্টি।
দু’জন মিলে বৃষ্টি বেলায়
প্রেমে হবো সিক্ত
আর হবো না তুমি আমি
ভালবাসায় রিক্ত।

৩।
বৃষ্টির জলে ধুয়ে দিবো
মনের যত কষ্ট
যাবো নাকো সে পথে আর
যে পথ ছিলো ভ্রষ্ট।
মন’টা যেনো হয় গো আমার
বৃষ্টির মতন স্বচ্ছ
এই দুনিয়ার যত মোহ
লাগে যেনো তুচ্ছ।
প্রভুর রহমত বৃষ্টির ধারায়
ভাসিয়ে দিব পাপ
ক্ষমা চাইবো প্রার্থনাতে
প্রভু করো পাপ মাফ।
শীতল জলের ছায়ায় বসে
আসবে মনে শান্তি
কেটে যাবে মনমাঝারের
অশুভ সব ভ্রান্তি।
শোকর গুজার করি প্রভু
বসে বৃষ্টির ছায়ায়
কি অপরূপ বৃষ্টির ফোঁটা
টানে স্নিগ্ধ মায়ায়।
ভালবাসি প্রভু তোমায়
বৃষ্টি ভালবাসি
বৃষ্টির জলের ছোঁয়ায় মনে
শান্তি রাশি রাশি।

আয়-না বৃষ্টি, আয়-না নেমে…..

ঝিরিঝিরি যাচ্ছে ঝরে- আহা চৈত্রের বৃষ্টি
লাগছে ভালো বারান্দাতে-রাখতে উদাস দৃষ্টি।

পাতার নাচন বৃষ্টির সাথে-জলের প্রেমে পাতা
ভিজছে ঐ যে খোকা খুকু-জলে ভেজা মাথা।

ঠান্ডা হাওয়ায় আরাম দেহে-পরিবেশে শান্তি
মরে গেলো বৃষ্টির জলে-ধূলো ময়লা ক্লান্তি।

কলাগাছে বৃষ্টি পড়ে-পাতা উঠে কেঁপে
ও-রে বৃষ্টি যা ঝরে যা- রোদ্দুর দিব মেপে।

জলের নুপূর টিনের চালে-রুনুঝুনু বাজে
বৃষ্টির বিকেল বৃষ্টি দেখি -মন বসে না কাজে।

গাছের পাতা সবুজ হলো- বৃষ্টির জলে নেয়ে
নীল আকাশ’টার রঙ বিবর্ণ-কালো মেঘে ছেয়ে।

অলস মানুষ বৃষ্টির ভয়ে-খুলল রঙিন ছাতা
এমন দিনে খুলে বসবে- কবি কাব্যের খাতা।

আহা একি বৃষ্টি হঠাৎ – গেলো বুঝি থেমে
ডাকছি বৃষ্টি আয় না আবার-আকাশ ভেঙ্গে নেমে!

১৮-০৩-২০১৭ তারিখ