ছিটকে পড়ে আছি বহুদূরে
সুর-লয় তাল থেকে
গান থেকে মন থেকে
সারেগামা ধরিনি আর।
ছিটকে পড়ে গেছি বহুদূরে
ধানফুল থেকে জমিতে
পাহাড় থেকে মাটিতে
মুদ্রিত হরফ থেকে আগুনে।
পাখি ওড়ার এমন দিনে
চিরায়ত মায়া ছেড়ে
ছিটকে পড়ে আছি বহুদূরে
নগর সভ্যতা ছেড়ে যাচ্ছি
এলোমেলো মধ্য যুগে।
ছিটকে পড়ে আছি
মেঘ থেকে মুখ সরিয়ে
নদীর নরম শরীরে
মাছ থেকে শামুক থেকে
ছিটকে পড়ে আছি
একা! মানুষ থেকে।
আসলেই সভ্যতা ছেড়ে যাচ্ছে মানুষ।
কবিতার অনুভবে কবি ভাবনায় বাস্তবতার ছোঁয়া যথার্থ মনে করি। শুভ সকাল কবি।