মন পরাস্ত আছে। আজি সন্ধ্যার সমরসংবাদ এই উড়ন্ত মৃত
দুই কবুতর, আমিষবর্ণ। স্নানকালে শিরস্ত্রাণ খুলিবার ভুল
একবারই করিয়াছিলাম। তারপর হইতে শুধু শিরস্ত্রাণ রহিয়াছে।
তবু কিছু স্বপ্ন মাখা এই লৌহজালিকায়। ফর্ম্যালিনে ভেজানো শতাব্দীটি
খুঁড়িয়া দেখিলে মেঘের বুককেসে বৃষ্টিমোহর, বাগানটি সবুজ অশ্বমেধ, আলো সুবর্ণরেখা।
শুধু ভেতরে শূন্যতার এক রথযাত্রা চলিয়াছে।
শুধু এক আলোকবর্ষ জীবনের পরে ভাষা বলিয়া কিছু নাই
বলিবার কথা শিশুর নুংকুর মতো
সে দ্যাখে — দশমীপূজার আবীরবর্ণ ঢেউ উঠিল নদীতে
খোলা চুল, উৎসুক স্তন
গোঙানি কি শুধু অয়দিপাউসের?
‘মেঘের বুককেসে বৃষ্টিমোহর, বাগানটি সবুজ অশ্বমেধ, আলো সুবর্ণরেখা।
শুধু ভেতরে শূন্যতার এক রথযাত্রা চলিয়াছে।’
__ লিখায় অনুভবের উপমা অসাধারণ হয়েছে প্রিয় চন্দন দা। শুভ সকাল।