চৈতী রাতে

চাঁদ উঠেছে গগণে গগণে
পথে পথে আলো চেয়ে গিয়েছে
সখির দেখা নয়নে নয়নে
দখিন সমীরনে এলায়িত কুন্তলে।।

মোর ভুবন ভরিয়া
কোন কোলাহল কি হরষে
থামিয়া থামিয়া জাগিছে
কোন কথা আসেনা অধরে
শুধু দেখা মুগ্ধ নয়নে।।

[ আমি কবি নই মোটেই। তবু মাঝে মাঝে এরকম এলেবেলে আঁকিবুঁকি করতে ইচ্ছে করে।]

12 thoughts on “চৈতী রাতে

  1. শব্দ নিয়ে খেলা করাও এক ধরণের আনন্দ।
    এই যে আমি কবি নই আমি কবি নই বলি … আমার বিশ্বাস প্রত্যেকেই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif

    অভিনন্দন মি. আনু আনোয়ার। আঁকিবুঁকি’র লিরিকের জয় হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জীবনানন্দ বলেছেন, সবাই কবি নয়। কেউ কেউ কবি।
      আল মাহমুদ বলেছেন, সবাই কবি। কে কবি নয়?

      বাংলা সাহিত্যের দুই মহান দিকপালের এই দুই রকম মত।

      আমার কিন্তু আপনার সাথে একমত হতেই ভাল লাগছে।

  2. খুব সুন্দর সঙ্গীত। Audio শুনতে পেলে আরো মজা হতো।

    1. তা ঠিক শুনতে পেলে খুব মজা হত।
      কিন্তু আমি আসলে ঠিক ওসব চিন্তা করে লিখিনি।

      অজস্র ধন্যবাদ।

    1. জ্বী এতেই আনন্দ, এতেই সুখ।

      অনেক অনেক ধন্যবাদ জনাব।

    1. আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। যদিও আমি কবি বা গীতিকার কোনটাই নই।

      শুভেচ্ছা নিবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. আমিও মুরুব্বীর সাথে একমত । সকলের ভেতরই একজন কবি বাস করে ।

    1. জীবনানন্দ বলেছেন, সবাই কবি নয়। কেউ কেউ কবি।
      আল মাহমুদ বলেছেন, সবাই কবি। কে কবি নয়?

      বাংলা সাহিত্যের দুই মহান দিকপালের এই দুই রকম মত।

      আমার কিন্তু আপনার সাথে একমত হতেই ভাল লাগছে।

  4. আলোক চিত্রের সাথে অসাধারন ছন্ধবদ্ধ কথা গুলো খুবি ভালো লাগলো আনু ভাই !

মন্তব্য প্রধান বন্ধ আছে।