স্বৈরিণী

    আমাকে দেয়া আগুনের তেজ বাড়াতে গিয়ে
    নিজেকে স্বৈরিণী করে- যা’চ্ছে তা করে যাচ্ছো নির্বিচারে,
    আমার ভুবন জুড়ে নিত্য ঝড়, অগ্নিবাণ
    আমি তো পুড়ে পুড়ে বেঁচে উঠি বিশুদ্ধ অঙ্গারে;
    তুমি সেখানে নতুন করে কতটা কাটবে- বিদ্বেষী আঁচড়!
    অথচ আমাকে আঁচড়ের খামচি দিতেই
    উন্মত্ত হচ্ছো পর পুরুষের বুকে, তপ্ত ঠোঁটে খাচ্ছ চুমু!
    ভাবছো, রাগে- ক্ষোভে আমি হবো উদ্যত-বিবাদে
    স্তুতির লোভে অথবা জ্বলে উঠবো অসংযত ক্রোধে;
    একবার ও ভাবলে না আমাকে সংক্রমিত করতে গিয়ে
    নিজেই ডুবেছ সংক্রামক ব্যাধিতে-
    এখন তুমি চাইলেই ফিরতে পারো না
    অন্দরের হেরেম জুড়ে বেগানা পুরুষের অবাধ যাতায়াত!
    বিশ্বাস করো- আমি একটুও বিচলিত নই, যদিও বেশ ঈর্ষান্বিত
    কিন্তু আত্মা আমার নির্লিপ্ত, নির্বাধ আর পরিশ্রান্ত
    আমি তো জানি – আমি তোমার কোথায় আছি
    যতবার তুমি আমার দিকে খামচি তুলে অন্য কাউকে খুলে দাও বাঁধন
    অস্বীকার করতে পারবে? ততবার টনটনে ব্যথায় ফুলে উঠছে জোড়া স্তন
    পাঁজর নিংড়ে উঠেছে ঢেউ; অগ্রাহ্যের চূড়ায় পুড়েছে যৌবন-মন-জীবন!

    আমি যাইনি তোমাকে থামাতে
    কসম করে বলছি-
    তোমার সৌষ্ঠবের বৈতরণী গমনের প্রত্যাশা ছিলোনা আমার,
    কিন্তু সেই আমাকে বিধ্বস্ত করতে বার বার তুমি হয়েছ স্বৈরিণী,
    আজ তিক্ত শ্রুতি তে আমার কান ভারী
    ওদের মুখে তোমার ব্যবচ্ছেদের গল্প, অট্টহাসিতে লুটায় তোমার গুপ্ত ধন
    কে কখন কেমন দেখেছে তোমাকে- কোন চোখে
    কেমন করে ছুঁয়েছে, কেমন ধার- আস্বাদন…
    তুমুল এক হট্টগোলে হৈ হৈ করে উঠে ওরা, আমি শুনি- শুনে থাকি
    আমিতো জানি- কারো ঠোঁটে চুমু খাওয়ার নাম প্রেম নয়
    প্রেম তো তা-ই , যার নাম শুনে টন টন করে উঠে বুক… বিচলিত হয় মন।

    দা উ দু ল ই স লা ম
    ২০/৩/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “স্বৈরিণী

  1. আগুন ছড়ানো কবিতা এবং প্রচ্ছদ।
    আপনার লিখা পড়লে মনে হয়; স্যারের লিখা পড়ছি। বিনম্র সালাম নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক ভালো লাগলো কবিতা । লাস্ট লাইনটা বাড়তি মনে হচ্ছে । সেটুকু বাদ দিলে পুরো একটা খোয়াব :)
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif
    শুভেচ্ছা কবিকে ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।