আকাশের উজ্জ্বলতম নক্ষত্র আজও
অপেক্ষায় থাকে সাগরের পারে
যখন রাণীর মুকুট থেকে কোহিনূর
খসে খসে পড়ে পথের ধূলায় মেশে
তার পায়ের নূপুরের মুক্তকণা
উচ্ছ্বল সমুদ্রের ফেনায় ছড়িয়ে যায়
নক্ষত্র এসে ধরে নেয় রাণীর হাত
কিন্তু দূরত্ব শুধু আলোকবর্ষ সমান
আলোক্পথে আঁকা থাকে উপসংহারহীন
গল্পের মত এক বিষাদময় ঐশ্বর্য্য।
6 thoughts on “ঐশ্বর্য্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পায়ের নূপুরের মুক্তকণা
উচ্ছ্বল সমুদ্রের ফেনায় ছড়িয়ে যায়
নক্ষত্র এসে ধরে নেয় রাণীর হাত। ___ ঐশ্বর্য ই বটে। অভিনন্দন প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ বন্ধু |
খুব সুন্দর
ধন্যবাদ প্রিয় প্রকৃতি |
বেশ ভাল।
অনেক ধন্যবাদ বন্ধু |