যখন তখন

যখন তোমায় খুজি,
আড়াল থেকে দেখতে আমায়
খুব মজা পাও বুঝি ?

যখন খুজে পাই,
ভাবটা তোমার এমন যেন
আমিই কোথাও নাই ।

যখন খানিক হাস,
ভাবি তখন হয়ত আমায়
অনেক ভালবাস !

যখন কষ্টে নীল,
তখন তুমি ক্যামন যেন
পাইনা খুজে মিল ।

যখন থাকি দূরে,
তখন তুমি বাজাও বাশি
ক্যামন করুন সুরে ।

যখন আবার কাছে,
ভবঘুরে মানুষটা যে
মূল্য কি তার আছে ?

২৫ মার্চ, ২০১৫

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

5 thoughts on “যখন তখন

  1. আপনার প্রকাশিত দুটো লিখাই ভালো।
    নিজে লিখুন এবং সহ-ব্লগারদের পোস্টেও আপনার মতামত দিন। ভালো লাগবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. অনেক অনেক ধন্যবাদ ভাই ! অন্য লেখকদের লিখা পরতেও অনেক ভালো লাগছে !

  2. অনেক ভাল লাগল। মনে হলো একজন ভালো যুক্ত হলো আমাদের ব্লগে।

    শুভ কামনা।

    1. অনেক ধন্যবাদ ফকির ভাই ! আমি নিয়মিত লিখি না । কিন্তু এখন মনে হচ্ছে নিয়মিত লিখা উচিত !

মন্তব্য প্রধান বন্ধ আছে।