তবু ছুঁয়ে দেই

তবু ছুঁয়ে দেই
রাত-বিরাতে
সন্তর্পনে একা
ভয়ের আবহগুলি দৌড়ে পালায়
পরম্পর ছুঁয়ে দিলে উত্তাপ আসে
কেউ বুঝতে পারে না

এই স্পর্শগুলি
ননী ফলের মতো
সম্পর্কগুলো বাড়তে থাকে
ভেজা অভিমান অতি সংবেদনশীল
গন্ধম ফলের মতো
অথচ কোন যুদ্ধ নেই

তবু ছুঁয়ে দেই
আঙুলে আঙুল
ঠোঁটে ঠোঁট
স্পর্শগুলি বাড়তে থাকে
আকাশ সমান
ক্ষতস্থান ঠোঁট
আঙুলগুলো আগ্রহভরে বসে থাকে।

2 thoughts on “তবু ছুঁয়ে দেই

  1. ননী ফলের মতো
    সম্পর্কগুলো বাড়তে থাকে
    ভেজা অভিমান অতি সংবেদনশীল
    গন্ধম ফলের মতো
    অথচ কোন যুদ্ধ নেই। ___ অতি বাস্তবতার প্রকাশ প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।