যদি চলে যাই না ফেরার ঠিকানায়
তবে ক্ষমা করো সখী-
কখনো ভুলোনা আমায়; পৃথিবীর সীমানায়
ভালোবাসার তারা হয়ে রাতের আকাশে দেবো উঁকি
তুমি অপেক্ষায় থেকো প্রিয়তমা
মন দেয়া নেয়ার হিসেব রয়েছে যে বাকী।
দা উ দু ল ই স লা ম।
যদি চলে যাই না ফেরার ঠিকানায়
তবে ক্ষমা করো সখী-
কখনো ভুলোনা আমায়; পৃথিবীর সীমানায়
ভালোবাসার তারা হয়ে রাতের আকাশে দেবো উঁকি
তুমি অপেক্ষায় থেকো প্রিয়তমা
মন দেয়া নেয়ার হিসেব রয়েছে যে বাকী।
দা উ দু ল ই স লা ম।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনার প্রতিটি লেখা অনেক আবেদনময়।
এ লেখাটি দারুন প্রেমময়।
বিনম্র সালাম জানুন স্যার।