তোমায় রেখেছি যেখানে
জানে অন্তর্যামী জানে
নিঃশ্বাসের নিবিড়তায় থেকো
থেকো অন্তরে বাহিরে সব খানে।
মিশে আছো আপন মহিমায়
মনের গহীনে
অস্থি মজ্জার একান্ত বন্ধনে
মিশে আছো
যেখানে প্রাণের অস্তিত্ব, ডিএনএ…
মিশে আছো
অশ্রুর নোনা জলে
রক্তের লালে… চেতনে- অবচেতনে
ভালবেসে তোমায় আর রাখিবো কোন খানে!!
মিশে আছো
চোখের কালিতে
লোমের রেণুতে
ভাঁজ করা চুলের সিঁথিতে;
মিশে আছো এক একটি শিরায়
ধমনী হতে ধমনীতে।
মিশে আছো বিশ্বাসে
এক একটি নিঃশ্বাসে
প্রাণের পরতে পরতে।
ভালবেসে তোমার তুলনা খুঁজিনি কারো সাথে।
যেখানে রেখেছি
সেখানে থেকেও তুমি পারোনা বুঝতে
অথচ-
জীবনের নিঃশেষেও
থেকে যাবে আমার আত্মার সাথে।
দেবোনা হারাতে
তোমায় দেবোনা হারাতে……।
দাউদুল ইসলাম
শুভ সকাল। দীলখুশ মিঞার পক্ষ থেকে নিন লাল গোলাপের শুভেচ্ছা।
হাই হ্যালো।
কবিতাখানি পড়লাম। বুঝেছি আপনার প্রেমের গভীরতা। হেন করেছেন তেন করেছেন এখানে সেখানে সবখানে মিশিয়ে রেখেছেন। আমাকে একটা কথা বুঝতে পারছি না ডি এন এ -এর সাথে কিভাবে কাউকে মিশাবেন। লেখা পড়া আছে নাকি শব্দ শুনেছেন আর উপমা লিখে ফেলেছেন।
আজগুবি হোক আর যাই কবিতাখানি পড়ে আমোদিত হয়েছি।
আপনাকে দিলাম সকাল বেলার লাফানো ফুল
আপনার ভালো হোক।