কি খবর ?

রঙবাহারি রঙের খবর নেবার
আকাশ হয়েছে–
রঙধনু ছড়া বিকালের ক্ষণে
ক্ষণে মুগ্ধ থাকে
মৌন চাঁদে তাই রঙ বাহার!

শুধু ধূসর হয়েছে-
এই রঙ -এই গন্ধ তৎসময়-
হাসি ঠোঁটে;
তবুও নিয়মে জানতে হয় !
কি –খবর ?

রঙের উষ্ণ চাদর প্রণয়ে
করে খরখর,
কত রঙ খেলায় কত মেখেছো রঙ-
বলতে ইচ্ছে হয় !
কি খবর- কি খবর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “কি খবর ?

মন্তব্য প্রধান বন্ধ আছে।