আকাশের নীলিমায় নীল পরীতে,
সীমাহীন তাঁত বুনে রুপালী জরিতে।
অঙ্গ তার বুটিদার খচিত উল্কি,
বাহারি চাদর যেনো খচিত চুমকি।
চেয়ে থাকে বাতায়নে নির্ঘুম প্রহরে,
দিবানীশি খোঁজে ফিরে মনের মুকুরে।
ভাবনায় আনচান ঢাকে আঁধারে,
খুঁজে খুঁজে হয়রান স্বপ্নের বিভোরে।
দুঃখের ছায়া যেনো নেমে আসে মর্তে,
বুক বাঁধে ফের আবার আগমনি শর্তে।
হাসি হাসি মুখখানি স্বর্গের খনি,
নীল জলে ছায়া ফেলে যেনো নীলমনি।
2 thoughts on “নীল পরী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হাসি হাসি মুখখানি স্বর্গের খনি …
নীল জলে ছায়া ফেলে যেনো নীলমনি।
সালাম,দারুন একটি ছবিি………
নীলপরী, চুমকিও চমকাচ্ছ,অসুবিধা না থাকলে আমার পোস্টের উপরে দিলে ভাল লাগবে মনে হয়…….
অগনন শুভেচ্ছা