আমার সোনার বাংলা

Rihan with Flag
(ছবিতে আগামী প্রজন্ম আমার নাতি জনাব রিজভান রিহান, যার হাতে তুলে দিয়েছি বাংলাদেশের পতাকা)

বাংলার রূপ আমি খুঁজে পেয়েছি
চোখ জুড়ানো সবুজ বনে
স্বর্ণলতা দোলে কুঞ্জবনে পাখির গানে
প্রভাতে সূর্য উঠে গায়ের বাঁকে রক্ত লাল।

বটের ছায়ায় রাখালি বাঁশী বাজে ওই দূরে
জীবন পেয়েছি গানের সুরে
নদীর বাঁকে ভেসে যায় মাঝি তুলে পাল।

চৈতি দুপুরে চাতক পাখি
গগনে চেয়ে থাকে মেলে আঁখি
কল্পনা জাল বুনে গায়ের বধূ
আঁখির কোনে লয়ে হৃদয় মধু।

মেঠো পথের পাড়ে নীলিমার প্রান্ত ছুঁয়ে
সবুজ বনানী থাকে আকাশ পানে চেয়ে
চঞ্চল বসন্ত ছড়ায় শিমুল পলাশের লাল।

Flower (1)

10 thoughts on “আমার সোনার বাংলা

  1. ‘বাংলার রূপ আমি খুঁজে পেয়েছি
    চোখ জুড়ানো সবুজ বনে
    স্বর্ণলতা দোলে কুঞ্জবনে পাখির গানে
    প্রভাতে সূর্য উঠে গায়ের বাঁকে রক্ত লাল।’

    1. জয় বাংলা জনাব।
      দেখলেন আমার রিহান সাহেবের হাতে বাংলাদেশ! আগামীর বাংলাদেশী!

  2. জোর কদমে এগিয়ে যাক
    আগামীর সবুজ সেনা।
    সরিয়ে দিক জঞ্জাল,অশুভ শক্তি
    মিটিয়ে দিক সব দায় দেনা।

  3. জয় বাংলা জনাব রিহান সাহেব। আপনি আমাদের স্বপ্নগুলি পুরন করবেন এই দোয়া করছি। এই দেশকে ঈগিয়ে নিয়ে যাবেন বিশ্বদরবারে।

  4. বাংলার রূপ আমি খুঁজে পেয়েছি
    চোখ জুড়ানো সবুজ বনে
    স্বর্ণলতা দোলে কুঞ্জবনে পাখির গানে
    প্রভাতে সূর্য উঠে গায়ের বাঁকে রক্ত লাল।

    অসাধারণ… শ্রদ্ধার সহিত শুভেচ্ছা রইল।

    1. জয় বাংলা!
      হ্যা দায়িত্ব তো বুঝিয়ে দিতেই হবে! এই পতাকা এখন তোমাদের, এই কথাটা বলে দিবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।