ও স্বাধীনতা

কতবার বলে যাব, ভালোবাসি … ভালোবাসি …
কতবার গারদের ওপারে দাঁড়িয়ে দিতে হবে প্রমাণ!
#
তিরিশের নীচে চাল অখাদ্য। ডালের চেহারাও ভুলতে বসেছি বিগত কয়েক যুগ। চিনির বদলে খাই সালফারের গুঁড়ো। পরনে থাকে চীনে তৈরী অবশ্যম্ভাবী চর্মরোগের বাহন সিন্থেটিক শস্তার কাপড়।
#
আজকাল আর দিনের হিসেব, রাতের হিসেব
নিউরনের মাঝের তরল ধরে রাখতে পারে না,
কাঁচাপাকা চুলে তেল পড়ে না, গায়ের চামড়া
খসখসে অলিখিত কর্পোরেট প্রেমের নির্মা সাবানে।
#
বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে শেষের ঠিকানা খুঁজি মন্দির, মসজিদ, পীর বা সন্তের দরগায়। হাতের পাঁচ আঙুলে প্লাস্টিকের গ্রহরত্ন। কব্জিতে বিপত্তারিনী। কনুইয়ের ওপরে ঢলঢল তীক্ষ্ণ বিশ্বাসের নগদের বিনিময়ে মাদুলি, তাবিজ।
#
প্রত্যেক প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে রগরগে
কামসূত্র স্কিনি হাসি সূক্ষ্ম পরিহাস ছলে,
কতবার বলেছি, অপাংক্তেয় মানুষ হয়েও
যদিও মানুষের মতো, যদিও মানুষ হই পঞ্চবার্ষিকী
সময়ের সুনির্দ্দিষ্ট অন্তরে, তাহলেও
ভালোবাসি … ভালোবাসি …
ও ত্রি রঙ পতাকা! ভালোবাসি তোমাকেই!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

14 thoughts on “ও স্বাধীনতা

  1. বাস্তবতার আলোকে লিখাটি ভীষণ উজ্জ্বল কবি সৌমিত্র চক্রবর্তী। 

    1. শুভেচ্ছা কবিবোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. আপনার স্বদেশ প্রেমের শব্দানুভূতির প্রতি আমাদেরও সম্মান।
    প্রতিটি দেশ এবং সমাজ সংসার সুখ সমৃদ্ধিতে থাক এই প্রত্যাশা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আশীর্বাদ প্রার্থী প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কতবার বলে যাব, ভালোবাসি … ভালোবাসি …
    কতবার গারদের ওপারে দাঁড়িয়ে দিতে হবে প্রমাণ!

    দারুণ দারুণ লাগলো, সৌমিত্রদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ভালোবাসা কবি সাইদুর রহমান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভারত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দাদা। আপনার লেখা, পাঠে মুগ্ধ। 

    1. ভালোবাসা কবি নিতাই বাবু। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।