মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না
চিত্ত যদি হয় অফুরান
আকাশ বাতাস সবই তো তোমার অবদান
হে জাতির পিতা তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
তুমিহীন এই বাংলা আজ ভুতুড়ে শ্মশান,
গভীর খাঁদে আটকে গেছে স্বদেশের ঢাকা
কোথাও কোন উদাস বিকেল নেই,
স্নিগ্ধ ভোর নেই
রাত্রির সৌন্দর্য বিলীন,
বৃষ্টিহীন প্রান্তর দাউ-দাউ পুড়ছে তোমার বাংলার সবুজ বৃক্ষরাজি,
তুমিহীন পিতা সর্বত্র-ই ধ্বংসের ঘনঘটা
পিতা, তুমি ছাড়া জাতি আজ
কাণ্ডারীছিন্ন জাহাজের মতো দিশেহারা ।
আজ রাজাকার আর স্বৈরাচার সব মিলে একাকার,
স্লোগানের নামে ভুরিভোজের আয়োজন
শোকের আয়োজনে ঘটা করে শোক তো দেখিনা
উৎসব , দেখি উৎসব !
নষ্ট সমাজের নগ্নতার কদার্য্যে,
আজ জর্জরিত ক্ষত বিক্ষত রক্তাক্ত কঠিন নগ্ন অভিশাপে,
তুমিহীন এই বাংলা আজ ভুতুড়ে শ্মশান,
গভীর খাদে আটকে গেছে স্বদেশের ঢাকা ।
আগস্ট মাস বাঙালি জাতি গভীর শোকের মাস,
নির্মমতার এক কালো অধ্যায় ।
ঘৃণা ও ধিক্কার জানাই বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকারীদের,
হে জাতির পিতা —
তুমি কি শুনতে পাচ্ছো ?
আমি সর্বক্ষণ দেখতে পাই তুমি শুয়ে আছো
বাংলার বিশাল মানচিত্র জুড়ে,
মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না
চিত্ত যদি হয় অফুরান
আকাশ বাতাস সবই তো তোমার অবদান
হে জাতির পিতা তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…………
— ফারজানা শারমিন
১৪ – ০৮ – ২০১৯ ইং
14 thoughts on “শোকাবহ আগষ্ট………..”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আকাশ বাতাস সবই তো তোমার অবদান
হে জাতির পিতা তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা…………….
তুমিহীন পিতা সর্বত্র-ই ধ্বংসের ঘনঘটা
পিতা, তুমি ছাড়া জাতি আজ
কাণ্ডারীছিন্ন জাহাজের মতো দিশেহারা।
বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা………….
নির্মমতার কালো অধ্যায় আপনার কবিতা বা শ্রদ্ধার্ঘ তারই প্রমাণ দেয় কবি আপা।
সহমত কবি আপা । বিনম্র শ্রদ্ধা জানাই হে মহান নেতা…………
বিনম্র শ্রদ্ধা।
বিনম্র শ্রদ্ধা । ধন্যবাদ আপা………..
শোক হোক শক্তি। শুভেচ্ছা কবিবোন।
সহমত । বিনম্র শ্রদ্ধা…………..
শোকাবহ আগষ্ট এর এই দিনে পিতা তোমায় মনে পড়ে।
বিনম্র শ্রদ্ধা………….
আমরা বলে থাকি আগস্ট আমাদের শোকের মাস। শোকের শুধু নয়, আগস্ট আমাদের শক্তি সঞ্চয়ের মাসও। এই মাসেই আমরা জাতির জনককে হারিয়েছি। আবার শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে পথ চলার দৃপ্ত শপথও নিয়েছি। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলবো, এই আগস্টে আমাদের নতুন এক শপথ নিতে হবে। হত্যার রাজনীতিতে বিশ্বাসীদের আর যেন বিশ্বাস করা ন হয়। মনে রাখতে হবে, জঙ্গীবাদের মদদদাতারা কোনোদিন চরিত্র বদল করতে পারে না। ওরা বিবেকহীন নরপশু। ওদের প্রতিহত করতে হবে।
আপনার সাথে একমত । অসংখ্য ধন্যবাদ আপনাকে…………