আপিসের ক্লারক
জীবনটা ডারক,
অন্দরে শোনা যায় শুধু হাক ডাক ।
গিন্নীর ফরদ ,
হাতে পেয়ে মরদ এর
তেঁতে উঠে টাক।
জামাইর বায়না ,
মেয়ের গয়নাা,
নইলে বাজবেনা বিয়ের ঢাক।
সাধ্যে আমার কুলায় না,
কাজে মন বসে না,
আপিসের কাজ রইল পড়ে থাক।
কলমটা যেতে চায় ,যায় উড়ে যাক।
সত্য কাহন। একদম অচেনা নয়; চেনা পরিস্থিতির পারফেক্ট লিখন হয়েছে।
সালাম এবং শুভসকাল আপা।
সত্য কাহন।
এ যেন পরিচিত চিত্র
মোকাবেলা করতে হচ্ছে অহরহ।
সালাম, সতত শুভকামনা
@ মুরব্বী
গিন্নীর ফরদ ,
হাতে পেয়ে মরদ এর
তেঁতে উঠে টাক।
আমি একদিন মাকে জিজ্ঞাস করলাম, মা আমার বিয়ের খবর কি? আম্মা বললেন, বাদ। আমি বললাম কেন? সুন্দুরী ডাক্তার। বাদ দিলে কেন ।এরকম পাত্রী কিন্তু সহজে পাওয়া যাবে না। মা বললেন, পাত্রী তোর আব্বাকে পছন্দ করে নাই। আমি আঁতকে উথলাম। বলে কি! আব্বা কেন? বিয়ের কথা হচ্ছে আমার, এখানে আব্বা কেন! মা বললেন, আব্বার মাথায় টাক দেখে পাত্রী সিদ্ধান্ত নিয়েছে টাক বংশে বিয়ে করবে না। আমি বললাম, মন্দ বলে নি! মেয়ের পছন্দ মাশাল্লাহ।কি আর করবা! এবার থেকে টাক বাবার মেয়ে দেখ। তাহলে টাকে টাকে কাটাকাটি। মা ধমক দিয়ে ফোন রেখে দিলেন।

ভলো লাগেলো
শুভ কামনা থাকলো।
ধন্যবাদ,
শুভেচ্ছা রইল