ভবিষ্যৎ ওলি

চোখে কালমেঘ ভেসে যাচ্ছে-
হাসির আরালে ঠোঁটে ফুটেছে
রঙিন রঙিন ফুল !
শিমুল কৃষ্ণচূড়া ব্যাথার দুল
ধূসর মাটির পরশে প্রজন্ম
হলো বংশ কুল;
আমি হাল ছাড়া -কুল ছাড়া-
ছা-গো -প চড়ানোর রাখাল
পাই বেদান্ত ফলেল-
গুণছে ওরা ভবিষ্যৎ বাণী
-অঙ্কুর হচ্ছে নাকি কলি !
দেখি সব ওলি।

২৯/০৩/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “ভবিষ্যৎ ওলি

  1. এই লিখাটিও আপনার দারুণ লেগেছে প্রিয় কবি মি. সরকার। একরাশ শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।