নিশীথের স্বপ্নে তোমায় খুঁজে ফিরি প্রিয়তমা
বহুদূরে যখন আমি খুব ক্লান্ত, বিপর্যস্ত
তখন তোমার মায়ার আঁচল অনুভব করি।
বাইরে কালো ধোঁয়া, মানুষের কোলাহল,
খুব স্বল্প সময়ের এ বিশ্রাম।
এখনি যুদ্ধের দামামা বেজে উঠবে
তবু এইটুকু সময়ে তোমায় ভাবি।
সেই যে তোমার বসে থাকা জানলার পাশটিতে
আমার অপেক্ষারত, চোখেমুখে অল্প উদ্বেগ,
গাল দুটো উত্তেজনায় লাল, অল্প ভ্রূকুটি,
কোঁকড়া চুলে ঢাকা মুখটি যেন ফোটা পদ্ম।
কাছে আসতেই তোমার মুখের ভাব বদল
চোখের তারায় হাসির লুটোপুটি,
এগিয়ে এসে আমার হাত দুটি ধরে কাছে বসানো,
আঁচল দিয়ে মুখ মুছে তোমার অবাক তাকিয়ে থাকা;
এ সব কিছুই আমায় নতুন করে বাঁচার স্বপ্ন দেয়
সাথে সাথে না পাওয়ার যন্ত্রনায় গলা বুজে আসে।
শোনো এই চিঠি লিখে গেলাম,
কেউ পৌঁছে দেবে তোমায়।
যদি ফিরে আসতে পারি আবার
নতুন স্বপ্নে জীবন গড়ে নেব।
আর যদি না ফিরি কথা দাও কখনো
চোখে জল যেন না আসে আমার ভাবনায়,
মৃত্যুর পরেও আমি ওই মুখে শুধু হাসিটুকু লিখে যেতে চাই।
অনেক গুছিয়ে লেখা কবিতা।
ভালো লাগা রেখে গেলাম
শুভকামনা
অনেক ধন্যবাদ জানাই প্রিয় পাঠক |
‘শোনো এই চিঠি লিখে গেলাম,
কেউ পৌঁছে দেবে তোমায়।
যদি ফিরে আসতে পারি আবার
নতুন স্বপ্নে জীবন গড়ে নেব।’
__ কবি। এই প্রতিশ্রুতি টুকু মনে রাখলেই চলবে। ব্যাস।
অবশ্যই প্রিয় কবি, এ ভাবেই ত মানুষ বাঁচে |