শব্দনীড় রঙ্গমঞ্চ-আমাদের এইসব দিনরাত্রি-২

Dhaka City (7)

আমাদের তিলোত্তমা ঢাকা মহানগরীর রাস্তার জ্যাম উপভোগ করেননি এমন কেও আছে কি? কোন কোন রাজপথে রিকশা চলাচল নিষিদ্ধ করা হলো কিন্তু তবুও দেখা যাচ্ছে রাস্তার জ্যামের কোন পরিবর্তন হয়নি। যে পথ ২৩ মিনিটে যাওয়া যায় সেখানে আড়াই ঘন্টা লেগে যায়।

মেট্রোরেল, উড়াল সড়ক বা এহেন স্বপ্নের থিউরি ব্যাতীত মহানগরীর এই দুরবস্থা দূর করা যায় বলে কি আপনি মনে করেন? কিংবা এ ব্যাপারে আপনি কি ভাবছেন?

42 thoughts on “শব্দনীড় রঙ্গমঞ্চ-আমাদের এইসব দিনরাত্রি-২

  1. দর্বিসহ দুরবস্থা এক্কেবারে যাতা। দাদু সালাম র’লো।

    1. সালাম দাদু, যানজটের ব্যাপারে কিছু বলুন দাদা।

  2. দর্বিসহ শব্দটি দয়া করে দুর্বিসহ পড়তে সবিনয় অনুরোধ র’লো।

    1. হ্যা হ্যা তেমন করে পড়েনিয়েছি দাদা আপনি মোটেই ভাববেন না!

  3. আমিক ভাবছিলাম এই ইস্যু টা নিয়ে একদিন আপনাকে লিখতে বলব।
    আজকের অবস্থা একটু বেশিই খারাপ মনে হচ্ছে। প্রতিদিন কত সময় যে রাস্তায় কাটাই!

    1. বড়ই জটিল ব্যাপার, দিনের একটা গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যাচ্ছে এই যন্ত্রণা থেকে!

    1. ড্রোন কেনার জন্য লোন দেয়ার ব্যবস্থা করছে না কেন? ব্যাংকগুলি করে কী?

  4. এমন একটা গাড়ি আবিষ্কার করা যেতে পারে যেটা জ্যামে আটকা পড়লে অটোমেটিক দুই পাশে দুইটা পাখা বের হবে এবং উড়বে। তবে এটা একমাত্র সমাধান নয় কেননা বাঙালিরা বেশি অনুকরণ প্রিয় বলে তারা সবাই এটা কিনবে কেউ কেউ বা নিজেই তৈরি করে ফেলবে।

    তারমানে জ্যামের সমাধান এই বঙ্গদেশে আদৌ সম্ভব নয়।

    1. আপনে উইড়া যাইবেন আর আমি হাইড্যা যামু মনে করছেন? হেইয়া হইবে না ভাইডি!

  5. স্যার আমি জ্যামের মইধ্যে পড়ি না। মফস্বলে থাকার মজাই আলাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    1. ধন্যবাদ স্যার!
      আপনি কেন রাজধানী ঢাকা শহরে বসবাস করিবেন না এই বিষয়ে কারণ দর্শাইবার নোটিশ দেয়া হইল! অত্র পত্রপাঠ ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাইবেন।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    2. বহুত সময়। কারণ দর্শাইবার প্রয়োজন নাই স্যার। রওনা দিলাম। আইতাছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

      1. রাজধানী ঢাকা মহানগরী আপনাকে সাদর আমন্ত্রণ জানাইতেছে।
        আসুন, ঢাকা শহরের জ্যাম দেখিবেন, রহিম রূপবানের পাঠ দেখিবেন, তাজেলের নৃত্য দেখিবেন, রঙ মহল সিনেমা হলে নায়ক নায়িকার প্রেমলীলা দেখিবেন, রাস্তার পাশে মুত্রঘ্রাণ পাইবেন, উড়াল সড়কের পায়তারা দেখিবেন এমনি কপ্ত কি আপনার জন্য অপেক্ষা করিতেছে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    3. মুরুব্বীনি কইলো এতো ফ্রি দেখন তো ভালা না !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif
      আমি আর ঢাকা মহানগরে যামু না ছার। ফিরত পথে রওনা হইলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  6. এইবার তাইলে মুরুব্বীনিরে কন কারণ দর্শাইতে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. আর যাই কন ছার। মুরুব্বীনিরে কিছু দর্শাইতে কইয়েন না। খবর আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

      1. ভাই আপনেরে বিণীত অনুরোধ, হেরে কন আমারে ক্ষেমা করতে! মাফ চাই!

      2. স্যার আফনেরে এক আটি ধইনা পাতা, আর তার সাথে এক বাসন ইরানি বিরানি-

      3. আহা! কি যে কয়! বিকাশ যে কব্বে হনলুলু চইলা গেছে কোন খবরই রাখেন না দেখি! বুঝছি মাথা আওলাইয়া গেছে, মুরুব্বিনী বদলাইয়া নেন। সব ঠিক হইয়া যাইব।
        দেখছেন কি সুন্দর একখান পাত্রীর ছবি পাঠাইলাম।

      4. না ছার। এইটা মনে ধরে নাই। তরুণী মনে লয় ইথিওপিয়ান। বয়স কম।
        কিছুক্ষণ আগে মুরুব্বীনিরে লইয়া একখান সেলফি মারলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_whistle3.gif

      5. হ হ ঠিক কইছেন! এইডা ইথিওপিয়ান তরুনী, ভাবলাম দেশি বদলাইয়া বিদেশি আনলেই ভাল হইব তাই।
        তয় সেলফি খানা বড়ই চমতকার!

      6. হ হ ঠিক কইছেন! এইডা ইথিওপিয়ান তরুনী, ভাবলাম দেশি বদলাইয়া বিদেশি আনলেই ভাল হইব তাই।
        তয় সেলফি খানা বড়ই চমতকার!

  7. সকাল থেকে এই পোষ্টে আসতে চেষ্টা করছি কিন্তু কি যে জ্যাম পৌছালাম রাত প্রায় দশটায়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif
    আহা কি আনন্দ আকাশে বাতাসে।

    1. আরে আই জ্যাম নিয়াইতো আইজকার এই আলাপ চলতাছে, কিছু ঠাহর পাইছেন?
      আকাশে বাতাসে আনন্দের তুফান হইতেছে
      ভাবীরে কইয়েন ইলিশ মাছটা ভাইজা দিতে।

      1. জ্যাম নিয়া আজকের আলোচনা!!

        সত্যি সেলুকাস এরা পারেও। জ্যাম নিয়ে কি আলোচনা আমি বুঝি না, আমি বুঝি জ্যামে বসে দীর্ঘ গোলটেবিল আলোচনা।

      2. পোষ্টটা এমন হলে ভাল হতো, আশা করি সকলেই জ্যামে আটকে আছেন, তো আসেন আমরা দেশের গোষ্টি উদ্ধারের জন্য লম্বা টেবিল আলোচনা করি।

      3. আজকের জ্যামটা অবশ্য একটা কারণ আছে। এদিকে সম্মেলন আবার বৃহষ্পতিবার।
        গোলটেবিল বা লম্বা টেবিল হবার ছিল কিন্তু সবাই জ্যামে এবং ছুটিতে যাবার জন্য Net এর বাইরে বলেই হয়ত পাবলিক বা জনগন কেও নেই।

      4. এমনেই জ্যাম তারপরে যখন দেখি ট্রাফিক মোড়্গুলিতে গাড়ি আটকাইয়া রাইখা পতাকা লাগাইনা গারি ফুরুত ফুরুত যাওয়া যায় তখন কেবল নৃত্য করতে ইচ্ছা করে। আহারে ভাইজান কি সুদিন আইছে ঢাহার শহরে! দেখতেই কত আনন্দ লাগে।

  8. আমি জ্যাম খুব পছন্দ করি। জ্যাম খুব ভাল জিনিস। আমার খাইতে খুব ভাল লাগে। সব সময় খাই।

    আপনাগো কোন রুচি নাইকা। জ্যামের পিছে লাগছেন ক্যান? কাম কাজ নাই??

    1. ওয়া কি? মুই কই চান সুরুজের কথা হেয় কয় ট্যাহার কথা!
      এত্ত এত্ত জ্যাম, কালা জ্যাম, লাল জ্যাম, হইলদ্যা জ্যাম, নীল জ্যাম খাইয়াও আফনের পেট ভরে না?
      আর কত লাগব?

      1. ডায়াবেটিক জ্যাম হইলে খাইতাম, না হইলে আফনেই খান। ব্রেড কিনা দিমু?

  9. এই জ্যাম জেলী না থাকলে এই ঢাকা শহর আর ঢাকা থাকবে না…
    একবার ঈদে দেখি পোলাপাইন রাস্থায় ফুটবল খেলতাছে..বহুত দুঃখ পাইছি..
    পোলাপাইন কেন কম্পু ,ট্যাব গেইম রাইখা রাস্থায় নামবে….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    1. এ্যা, কি কইলেন? পোলাপাইনে রাস্তায় ফুটবল খেলতাছে! পোলাপাইনের এত্ত সাহস কেমনে হইল!
      ঈদ বইলা কি ঢাহার শহর খালি করতে হইবো? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।