শুরু হলো পতনের উৎসব
ক্রমশ অন্ধকার
চারদিকে কোলাহল বন্ধ হলে
অপাপবিদ্ধ ঘরে রাখি দেহ।
নির্মীলিত চোখ
এখন অপেক্ষা শুধু মৃত্যুর
দূরে সরে যাচ্ছে সব
পরকে করছি আপন।
ফুরিয়ে গেলে ঠোঁটের আদর
অসহ্য এক মাতম ওঠে
শুরু হলো পতনের উৎসব
অপেক্ষা! ঘোরলাগা সন্ধ্যার নাম।
সিম্পলি বেস্ট ওয়ান। এই ধরণের সহজ লিখা ভালো লাগে কবি।