আজ হতে কোন এক দিন
যদি, এ ধরণীতল
তুমি আমি হীন
হয়ে যায়, শূন্য বিরান
প্রকৃতির এই গান
সেদিন কি হয়ে যাবে ম্লান ?
অথবা সেদিন কোন যন্ত্র মানব
বুঝবে কি এই ভাষা প্রকৃতির ?
কবি ও যেখানে নীরব।
সেই দিন কোন এক শিল্পির তুলি
পারবে কি এঁকে দিতে
এ রাঙ্গা গোধূলি ?
মানুষ যতটা নিখুত নয়, ততোটাই
বারংবার যদি মোরা চাই
তবে কি মূল্য বল আর,
নির্ভুল হতে চাওয়া,
ভুলে ভরা মানব সত্ত্বার ?
কৃত্রিম বুদ্ধিমত্তা যদি,
কোন এক দিন কেড়ে নেয়
এই মোর আবেগের নদী
তবে কি দোষ দিব তার ?
যদি আমি নাই থাকি আর !
২৩ জানুয়ারী, ২০১৬
পদ্য গন্ধের মিশ্রণ লিখাটিকে অনন্য মর্যাদা দিয়েছে।
বিশেষ করে একদম শুরু থেকে শেষ অবধি অনুভূতির অনুভব পাঠককে মুগ্ধ করবেই।
অভিনন্দন প্রিয় কবি মি. আনিসুর রহমান। শব্দনীড়ে আপনার উপস্থিতি থাক নিয়মিত।
গদ্য এবং পদ্য নিয়ে যুদ্ধ চলছে । কিন্তু আমার মনে হয় এই দুইয়ের মিস্রনেও কবিতা হতে পারে । আসলে কবিতাই নির্ধারণ করবে সেটা গদ্য না পদ্য হবে । গদ্য বা পদ্য নির্ধারণ করে না সেটা কবিতা কি না । কবিতার প্রান হচ্ছে তার ভাব ও অনুভুতি । গদ্য বা পদ্য শব্দ চয়ন কবিতার আস্রয় মাত্র । ধন্যবাদ মুরুব্বী ভাই মূল্যবান মন্তব্ব্যের জন্য ।
ভালো লাগলো আপনার তড়িৎ জবাব। ধন্যবাদ।
স্বাগতম মুরুব্বী ভাই !
কৃত্রিম বুদ্ধিমত্তা যদি,
কোন এক দিন কেড়ে নেয়
এই মোর আবেগের নদী
তবে কি দোষ দিব তার ?
যদি আমি নাই থাকি আর !
সত্যিই মুগ্ধ হলাম ভাইজান।
অনেক ধন্যবাদ ভাইজান
আজ হতে কোন এক দিন
যদি, এ ধরণীতল
তুমি আমি হীন
হয়ে যায়, শূন্য বিরান
প্রকৃতির এই গান
সেদিন কি হয়ে যাবে ম্লান ?
একদিন সবই হবে ম্লান!
হুম ! একদিন সবই হবে ম্লান!