প্রকৃতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা

আজ হতে কোন এক দিন
যদি, এ ধরণীতল
তুমি আমি হীন
হয়ে যায়, শূন্য বিরান
প্রকৃতির এই গান
সেদিন কি হয়ে যাবে ম্লান ?

অথবা সেদিন কোন যন্ত্র মানব
বুঝবে কি এই ভাষা প্রকৃতির ?
কবি ও যেখানে নীরব।
সেই দিন কোন এক শিল্পির তুলি
পারবে কি এঁকে দিতে
এ রাঙ্গা গোধূলি ?

মানুষ যতটা নিখুত নয়, ততোটাই
বারংবার যদি মোরা চাই
তবে কি মূল্য বল আর,
নির্ভুল হতে চাওয়া,
ভুলে ভরা মানব সত্ত্বার ?

কৃত্রিম বুদ্ধিমত্তা যদি,
কোন এক দিন কেড়ে নেয়
এই মোর আবেগের নদী
তবে কি দোষ দিব তার ?
যদি আমি নাই থাকি আর !

২৩ জানুয়ারী, ২০১৬

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

8 thoughts on “প্রকৃতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা

  1. পদ্য গন্ধের মিশ্রণ লিখাটিকে অনন্য মর্যাদা দিয়েছে।
    বিশেষ করে একদম শুরু থেকে শেষ অবধি অনুভূতির অনুভব পাঠককে মুগ্ধ করবেই।

    অভিনন্দন প্রিয় কবি মি. আনিসুর রহমান। শব্দনীড়ে আপনার উপস্থিতি থাক নিয়মিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. গদ্য এবং পদ্য নিয়ে যুদ্ধ চলছে । কিন্তু আমার মনে হয় এই দুইয়ের মিস্রনেও কবিতা হতে পারে । আসলে কবিতাই নির্ধারণ করবে সেটা গদ্য না পদ্য হবে । গদ্য বা পদ্য নির্ধারণ করে না সেটা কবিতা কি না । কবিতার প্রান হচ্ছে তার ভাব ও অনুভুতি । গদ্য বা পদ্য শব্দ চয়ন কবিতার আস্রয় মাত্র । ধন্যবাদ মুরুব্বী ভাই মূল্যবান মন্তব্ব্যের জন্য ।

  3. কৃত্রিম বুদ্ধিমত্তা যদি,
    কোন এক দিন কেড়ে নেয়
    এই মোর আবেগের নদী
    তবে কি দোষ দিব তার ?
    যদি আমি নাই থাকি আর !

    সত্যিই মুগ্ধ হলাম ভাইজান।

  4. আজ হতে কোন এক দিন
    যদি, এ ধরণীতল
    তুমি আমি হীন
    হয়ে যায়, শূন্য বিরান
    প্রকৃতির এই গান
    সেদিন কি হয়ে যাবে ম্লান ?

    একদিন সবই হবে ম্লান!

মন্তব্য প্রধান বন্ধ আছে।