জলকলঙ্কের চিহ্নগুলো

চিনে রাখো এই ভূগ্রহের জলকলঙ্কের চিহ্নগুলো। ফুলদানিতে
জল সাজিয়ে-বেহালাতে সুরটি তোলো। দেখবে সেই সুরের
দেশে বিরহী এক ভিন্নপরী। ‘ফুলমাধবী’ নামটি যে তার
রেখেছে কেউ আদর করে। অথবা কেউ প্রেম নিবেদন
করে গেছে ছায়া সেজে। পাবে তার দেখা তবু—জেনেও
শুধুই বিজলী খোঁজে।

1 thought on “জলকলঙ্কের চিহ্নগুলো

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।