তারপর আমার দিকেই তাকালেন ফ্রান্ৎস কাফকা
বললেন—সবুজ দেখেছো?
বললাম—দেখেছি।
জানতে চাইলেন—সবুজ কয়প্রকারের ছায়া সাজায় ?
বললাম—জানি না ।
তিনি হাসলেন। ততক্ষণে মধ্যবিত্ত মাঘ, তার সকল
শীত মানুষের মাঝে বিতরণ করে বৃক্ষের দিকে ফিরতে
শুরু করেছে। বরফ কাঁপানো ঘাম ঝরিয়ে নতুন মাটির
বুকে উঁকি দিচ্ছে একটি তীক্ষ্ণ ধানগাছের ডগা।
3 thoughts on “কাফকা’র শেষ সাক্ষাৎকারটি নেওয়ার পর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ স্বতন্ত্র ধারার লিখা। অভিনন্দন প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।
কবিতাটি খুব খুব সুন্দর হয়েছে ।
ভালো থাকুন ।
শুভেচ্ছা রইল কবি ।
অল্প কথায় বৃহত্তর ব্যাপ্তি। শুভ কামনা কবি ইলিয়াস ভাই।