একদিন তোকে উড়াল দিয়ে নিয়ে যাব
পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময়
তোর পা কেটে রক্ত বেরিয়ে এল দু’ ফোঁটা,
আমার চোখেও জল এল তুই দেখিস নি ?
সেই কান্নার জলগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে
অন্ধকারের প্রয়োজনে একটা পর্দা চাঁদকে
আড়াল করেছিল, জলের দাগ লেগে তাতে
অজস্র ছিদ্র তারার মত ফুটে ফুটে ওঠে।
6 thoughts on “উড়াল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক অনেক সুন্দর লিখা। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাষার সারল্য।
একদম তাই | অনেক ধন্যবাদ |
তোর পা কেটে রক্ত বেরিয়ে এল দু’ ফোঁটা,
আমার চোখেও জল এল তুই দেখিস নি ?
কবিতাটি খুব খুব সুন্দর হয়েছে ।
ভালো থাকুন ।
শুভেচ্ছা রইল কবি ।
আপ্লূত হলাম কবি |
অসম্ভব ভাল লাগল।
শুনে অত্যন্ত খুশি হলাম | আমার শুভেচ্ছা নেবেন |