প্রান্তিক কাব্য
পেয়ে না পেয়ে অতুষ্ট মন
চলে না চলে পথ ভ্রষ্ট জীবন
একিই ভাবে ভেবে না ভেবে অনন্ত কাল বুনেছি স্বপন
কিছু রাত অমানিশার কিছু’বা পূর্ণিমা লগন-
ছিলো নীল গগন,কাশবন আর খরস্রোতা নদীর প্রবণ;
প্রবণে -প্লাবনে ভেসে যাওয়া কচুরীপনার মতন
গানে ও গমনে খুঁজেছি জীবন।
অক্ষিরাহে জমেছে মদিরা অশ্রু, প্রান্তিক কাব্য
বুকের কপাট খুলে কতকাল আর দাঁড়িয়ে থাকবো একা
আর কতকাল পর হবো মানুষের মতন সভ্য!
অন্তরীণ বিরহে বেজে চলেছে বিলাপের সুর- লহরী
দয়া করো প্রভু হে-
বিষ পোড়ন বুকের ভেতর একটি বার ফুটিয়ে দাও নির্মলা মাধুরী।
______________
দা উ দু ল ই স লা ম।
অনুপম প্রকাশ। লেখনী পড়ে মুগ্ধ হয়ে গেলাম। তাই আপনার লেখার মাঝে মুগ্ধতা রেখে গেলাম।
বাহ প্রথম সাত লাইনের ‘‘ন’’ ব্যবাহর সুন্দর লাগল তবে
শেষের লাইনগুলোতে ‘ব্য’ ব্যবহার থাকত আরো
ভাল লাগলতো কবি দা——–
অক্ষিরাহে জমেছে মদিরা অশ্রু, প্রান্তিক কাব্য
বুকের কপাট খুলে কতকাল আর দাঁড়িয়ে থাকবো একা
আর কতকাল পর হবো মানুষের মতন সভ্য!
দারুণ সুন্দর কবি দা।