লিমেরিক গুচ্ছ ০৩
এক
(ঐ সাড়ে তিন হাত)
পিটিয়ে কুপিয়ে মার, আর কত চাও ভাত
পৃথিবীতে তবে চলো বাঁচি, হাতে রেখে হাত;
আমরাই তো সর্বশ্রেষ্ঠ মানুষ
আছি কয়দিন হেথা, নেই হুঁশ
পাবো তবে শেষে ভূমি ঐ সাড়ে তিন হাত।
দুই
(যার আছে বেশী)
উপরি অসৎ রোজগারে মুখে তোমার হাসি
পেয়েছ অঢেল সম্পদ বাড়ি গাড়ী ধনরাশি;
সবই তবে করেছো কুক্ষিগত
দাস দাসী, কত আরো,অনুগত
এ জগতে সেই চায় আরো,যার আছে বেশী।
লিমেরিক ছন্দ: ক ক খ খ ক
শুভ কামনা রইল কবি দা————
পিটিয়ে কুপিয়ে মার, আর কত চাও ভাত
পৃথিবীতে তবে চলো বাঁচি, হাতে রেখে হাত;
আমরাই তো সর্বশ্রেষ্ঠ মানুষ
আছি কয়দিন হেথা, নেই হুঁশ
পাবো তবে শেষে ভূমি ঐ সাড়ে তিন হাত।
* শুভ কামনা সবসময়…
লিমেরিক লিখা গুলোন বরাবরই আমার কাছে খানিক স্বতন্ত্র ঘরানার মনে হয়। স্বতন্ত্রতার কারণেই বেশী ভালো লাগে।
মুগ্ধ হলাম কবি দা।
কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। লেখকের জন্য শুভকামনা রইল।