শূন্যতার পরিমাত্রা

লতাগুল্মের মতো পেঁচিয়ে যায় মনের এক একটি জট
উদ্ভট সব চিন্তা ভর করে মস্তিষ্কের ভেতর
আকস্মিক উত্তাপে জ্বলে উঠে বিলিয়ন বিলিয়ন নিউরন
সুক্ষ্ণ পথে বিদ্যুৎ গতিতে ছুটে যায় জীবনের সবচেয়ে মূল্যবান বার্তা
ভালোবাসা আজো নিঃশেষ হয়নি
এখনো বাচার মতো অজস্র রাস্তা আছে- আজো যা সতত সৃজন।

স্বপ্নরা ফিরে আসে।
ধীরে ধীরে বপিত হয় নতুন জীবনের বহ্নি ঊষা
কল্পনার স্বতঃস্ফূর্ত আলপনায় অংকিত হয় নিগূঢ় প্রত্যাশা
ফাল্গুনী ভেলা ছড়ে আসে বসন্তের অবিশ্রান্ত জ্যোৎস্না ফুট ফুটে রাত
কঙ্কণের রিনঝিন ছন্দ তুলে রমণীয় হাসি ভাঙ্গে নীরবতার বাঁধ
আমি আবার উন্মাদ হই আবার বুদ হয়ে যাই রঙ্গের উষ্ণতার সঙ্গে।

তুমি কি বাসনায় ফেরালে আমায়। মমতার করতলে কেন ছুঁলে
শিশির ভেজা ঘাস ফুলের পবিত্রতায় অসীম ক্ষমতা কেন জাগালে
গোলাপের আদলে সেতো ফুটবেনা কোনদিন,অথবা রাতের হাসনাহেনা
আমি তো ভুলে যাচ্ছিলাম মানুষের মতো সময়ের গণ্ডিতে বাধা জীবন
আমি তো উন্মুক্ত পালে লাগাচ্ছিলাম বায়ুমণ্ডলের নিঃসীম হাওয়া
চাওয়া পাওয়ার এই দোলাচলের অংকে আমি কক্ষনো সফল নই।
জীবনের ব্যবচ্ছেদে যে ফলাফল
শূন্যতার পরিমাত্রা বাড়ানো ছাড়া কি আর হতে পারে ?

দা উ দু ল ই স লা ম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “শূন্যতার পরিমাত্রা

  1. আঙ্কেল –
    সত্য বলতে কি আপনার লিখার ধরণ – ধারণ সম্পূর্ণ আলাদা যা মন ছুঁয়ে যায় – ভাবায়।
    দোয়া করি আল্লাহ যেন আপনাকে সদা সুস্থ রাখেন।

  2. অশেষ মুগ্ধতা স্যার। অভিনন্দন রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    আপনার যথেষ্ঠ ব্যস্ততায় কখনও আমি চিন্তিত হই; পোস্ট প্রকাশের পর জানিনা কতক্ষণ আপনি শব্দনীড় এ অবস্থান করেন !! সময় বদলে যায় জানি; যুক্ত হয় পারিপার্শ্বিক নানান উপসর্গ। সতত এই প্রতিকূলতার মাঝেও যে বিন্দু সময় আপনি স্মরণে রেখে এসে দিয়ে যান; আমরা কৃতজ্ঞ। জানবেন আমরা সবাই অন্তত যারা নিয়মিত রয়েছি; মিস করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. “চাওয়া পাওয়ার এই দোলাচলের অংকে আমি কক্ষনো সফল নই।”

    এইতো জীবন! কিছু সফলতা আরো কিছু ব্যর্থতার স্লোগান- অভাব ক্রমশ বেড়েই চলে…

    শুভ হোক কবি আপনার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।