গর্জন মজন

কে মেঘের বিদ্যুতের গর্জন মজন করে!
কে বৃষ্টিবাদল কুসুমবাগান ঝরায়-
ব্যবধান হয়েছে কুড়িবছর নগ্নস্মৃতির পাতায়;
শঙ্খচিনের মেঘে মেঘে করে
মগ্নতায় রঙধনু রঙিন ঘুড়ি ।

কে সবুজে শ্যামলে বিচূর্ণ চলে ফিরে মধ্যক্ষণ-
কে বসন্তের চূড়ায় প্রণয়ের গায় গান
সবিই শোকমাদল করে স্থায়ী অভিনয়;

এই নগ্নবেলায় হয়েছি নাফ নদীর ঢেউ
বালুচরের খরউত্তাপে পুড়াছে কেউ-
তখন উঠবে না গর্জন মজন যমুনার ঢেউ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “গর্জন মজন

  1. সুন্দর কবিতা প্রিয় কবি মি. সরকার। শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কে মেঘের বিদ্যুতের গর্জন মজন করে!
    কে বৃষ্টিবাদল কুসুমবাগান ঝরায়-
    ব্যবধান হয়েছে কুড়িবছর নগ্নস্মৃতির পাতায়;
    শঙ্খচিনের মেঘে মেঘে করে
    মগ্নতায় রঙধনু রঙিন ঘুড়ি ।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

    ভালো লাগল কবিতাটি, আমার শ্রদ্ধা
    অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা

মন্তব্য প্রধান বন্ধ আছে।