প্রতিচ্ছবি

আজকাল অনেক রাত পর্যন্ত
চিনে নিতে চাই নিজেকে।
ইচ্ছে করেই সব জেগে থাকি
ঘোরাঘুরি গানের ভুবনে একাই।
আমার আমিকে মেলে ধরে
সবটাই বুঝতে চেয়েছি, যুঝতে চেয়েছি।
ঝড়ের আগের রাঙা মেঘের মতো

কবিতারা একে একে নেমে আসে
হৃদয় চিরে আঙুলের রেখা বেয়ে।
কবিতারা জানিস একদম তোর মত,
স্বচ্ছ, নির্মল, আর অনায়াস অভিমানী।
বেশি কিছু চাই নি কখনো,
একটু ভালোবাসিস।

আমার মন তোকেই উৎসর্গ করা।
সেই আগের মতো করেই।একইভাবে।
আজকাল আমি হঠাৎ করেই শব্দ হারাই,
বাক্যেরাও মাঝ পথে চুপ করে থেমে যায়।
তবুও আমি চেয়ে থাকি, প্রায় মিলিয়ে যাওয়া
আলোর রং স্বচ্ছ করে অপেক্ষা করি তোর।
ভালোবেসে নিজেকে সম্পূর্ণ মেলে ধরার জন্য।

6 thoughts on “প্রতিচ্ছবি

  1. “কবিতারা জানিস একদম তোর মত,
    স্বচ্ছ, নির্মল, আর অনায়াস অভিমানী।”

    চমৎকার লাগলো এই দু’টি লাইন! শুভেচ্ছা নিন কবি। শুভ রাত্রি।

  2. ‘কবিতারা একে একে নেমে আসে
    হৃদয় চিরে আঙুলের রেখা বেয়ে।’

    ___ এই অংশটুকু আমাদের চাই। এইটুকু হলেই চলবে প্রিয় কবিবন্ধু। :)

  3. দাদু রিয়া, তোমার লিখায় আবেগ আছে, নিজেকে উজাড় করার প্রবল আকাঙ্ক্ষা আছে। সব মিলিয়ে দাদু অসাধারণ লিখা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।