প্রিয় গান (আমার মতে তোর মতন কেউ নেই)

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম ….
আমার মতে তোর মতন কেউ নেই !

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশি ধরা পড়ে যায়।

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম ….
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ নেই !

লিরিকঃ অনুপম রায়
শিল্পীঃ রুপঙ্কর বাগচী

মিতা সম্পর্কে

দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না। স্বপ্ন ঊড়ে বারে বারে,তবুও স্বপ্ন দেখি লেখাপড়া ক্লাস ফাইভ ।

3 thoughts on “প্রিয় গান (আমার মতে তোর মতন কেউ নেই)

  1. গায়কী সহ গানের বাণী আর সুরে অদ্ভুত এক বিষণ্নতা জুড়ে আছে।

  2. আবেগানুভুতির গান তো পড়ে আমাকে ভালhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifই লেগেছে কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।