ফিনিক্সের চিতাভস্মে
পুনর্জন্ম আমার,
পুরনো যন্ত্রণাগুলো
বিসর্জন দিয়েছি
চিতার আগুনে।
পৃথিবীর নাড়ী ছিঁড়ে
জন্ম যে গ্রহের,
জন্মবিন্দুতেই
ফের বিস্ফোরণ,
অন্ত শুদ্ধস্নান,
শূন্য থেকেই ফের
শুরু পথ চলা।
4 thoughts on “জন্ম মৃত্যু জন্ম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। স্বাগতম।
অনেক ধন্যবাদ বন্ধু
আমার নিকট চমৎকার লাগলো দাদু।
শুভকামনা দাদাভাই