আদা চা
এক কাপ আদা-চা,
বসুন খেয়ে নিন চাচা।
কফ কমায় আদা চা,
বসুন খেয়ে নিন চাচা।
উপকারিতা অনেক গুণ,
চাচা, আদা-চা খেয়ে নিন।
চায়ের সাথে আছে আদা,
খেতে ভালই লাগবে চাচা।
আদাতে প্রচুর সি-ভিটামিন,
চাচা আদা চা খেয়ে নিন।
4 thoughts on “আদা চা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আদা চা নিচ্ছি বন্ধু। আমার প্রিয় গরম জল পানীয়।
দারুণ বন্ধু দারুণ।
সালাম,

আমার খুব প্রিয়
অনেক অনেক ধন্যবাদ