এই সব কবিতা হতে পারতো

কবিতা মানেই প্রেম বিরহ,সুখ দুঃখ,প্রকৃতি ;

অথচ একটা কথা বলতেই হয়
লাশকাটা ঘরের কোন প্রাণ নেই,
কারন,ওখানে অস্ত্রের যুক্তি চলে।
লাশ কাটার চাকু, কুড়াল,দা, ছুরি,
দূর্গন্ধময় নিঃশ্বাস,ভয়,
এই সবও কবিতা হতে পারতো-
তাকে যদি কবিতা ভেবে
সবুজ চাকু দেই
সবুজ কুড়াল দেই
এবং আলো বাতাস ভর্তি একটা ঘর দেই।

লেখাঃ ২৯/১২/২০১৬ইং

3 thoughts on “এই সব কবিতা হতে পারতো

  1. আপনি সবসময়ই ভালো লিখেন। আমি আপনার লিখা ব্যক্তিগতভাবে বেশ পছন্দ করি। কিন্তু কেন জানি মনে হয় ব্লগে নিজের পোস্ট অথবা অন্যের পোস্টে আপনার উপস্থিতি যথেষ্ঠ কম। আমরা কমবেশী সবাই ব্যস্ত। কেউই কিন্তু এই ব্লগে চাকুরী করেন না। যতটা যা, তা হলো ঐচ্ছিকভাবে ভাবে ব্লগকে সময় দেয়া, অন্যকে লিখার অণুপ্রেরণা দেয়া।

    যেখানে নেই কোন স্বার্থ অথবা চাহিদা। পারস্পরিক সৌহার্দ্যে ব্লগিং হোক আনন্দের। :)

  2. কবিতা হতে পারতো নয় … কবিতা হয়ে গেছে । সত্যি বলছি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।