তোরা এমন হয়ে গেলি কেন রে?

কতদিন বন্ধুদের ফোন পাইনা
দু:খ ভারাক্রান্ত মন নিয়ে থাকি অপেক্ষায়
একটা ফোনের জন্য!
মুঠোফোনে বাজে না এখন আর সেই সুরেলা রিংটোন!
তোরা এমন হয়ে গেলি কেন রে?

আগে হঠাৎ করে যখন তোদের ফোন আসত
ভিড় করতো এসে কামরাঙা দুপুর
মনের মাঝে বেজে উঠত …
রিনিঝিনি বেগুনি জারুল ফুলের শুকনো নূপুর,
বৈকালের পুকুরপাড়ের শুভ্র মেঘমালা
খোয়াই নদীর শুকনো চিকচিক বালুচর;
বুকের জমিন খালি করে নেমে যেত বয়সের ভার
কপালের ভাজ করা রেখায় ভর করত টানটান উত্তেজনা
চোখের কোণের নদীর ধারা,
মনের কোণে পুষে রাখা বিষন্নতা,
চাপা কষ্ট,রক্ত ছুপ আর্তনাদ
আর অনেক অনেক দীর্ঘশ্বাসগুলো হয়ে যেত নিমিষেই উধাও।

শুন্‌ না -হঠাৎ-ই যদি কখনো তোদের ফোন আসত
বাঁধাধরা সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে
আমি যেন জলতরঙ্গের নতুন সুরবাহার,
স্বামী,শাশুড়ি-সন্তানদের জোড়া জোড়া নির্বাক চোখ এড়িয়ে
মাঠ-ঘাট, ব্রিজ-সাঁকো, শহর-নগর, বাস-ট্রেন, নদী-খাল ভেঙ্গে,
পাকদণ্ডী পথ পেরিয়ে পৌঁছে যেতাম সেই উপত্যকায়।
যে উপত্যকায় রঙধনু বৃষ্টি ঝরতো
সেখানে বাস করতো আমার একান্ত মেয়েবেলা
ফুটে আছে ফুলের মতন,মেলে আছে পাখা পাখির মতন
যেখানে ছলাৎ ছলাৎ উপছে পরতো উচ্ছ্বাসের ঢেউ
সেই ঢেউ এই শহরে নেই রে-তোরা জানিস?
০৩ জানুয়ারী ২০১৫

শব্দার্থ
(পাকদণ্ডী-যে পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে-এমন পথ)

5 thoughts on “তোরা এমন হয়ে গেলি কেন রে?

  1. তোরা এমন হয়ে গেলি কেন রে? তোরা এমন হয়ে গেলি কেন রে?
    ___ কাকতাল ভাবে প্রশ্নটি আমার জীবনের সঙ্গেও মিলে গেলো। (পুং অর্থে) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  2. মানুষ মরে গিয়ে মরহুম হয়
    সময় মরে গিয়ে হয় ইতিহাস
    মৃত সময়ের সুন্দর উপস্থাপন

  3. চমৎকার উপস্থাপনা ও চমৎকার ছবি। দোয়া রলো।

  4. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    আমি কবিতা পড়ে যত না খুশি, তারো বেশি খুশি ঐ মেয়ে কয়টি অফুরন্ত আনন্দ দেখে।

    বলে নেই লেখাটি বড় ভাল লেগেছে। আমি দুইবার পড়েছি।

    আপনার ভালোহোকhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আগে হঠাৎ করে যখন তোদের ফোন আসত
      ভিড় করতো এসে কামরাঙা দুপুর
      মনের মাঝে বেজে উঠত …
      রিনিঝিনি বেগুনি জারুল ফুলের শুকনো নূপুর,

      দারুণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।