বৈশাখ

বৈশাখী বাতাসে
পড়লো আম
টুপ টাপ।

দৌড়লো কিশোরী
কুড়োবে বলে
ধুপ ধাপ।

দস্যিছেলেরা দারুন গরমে
নামলো পানিতে
ঝুপ ঝাপ।

বসে ছিলো ডালে কাক
দেখলো সব
চুপ চাপ।

4 thoughts on “বৈশাখ

মন্তব্য প্রধান বন্ধ আছে।