এই বিপ্রতীপ সময়
গল্পের অনুকূল নয় মোটে
কথাগুলোর কোন ক্রমানুসার নেই।
যেন বালকের অগোছালো খেলাঘর…..
কাঠের ঘোড়া
রোবোটমানব
মাঠিরপুতুল
সাইরেন বাজানো গাড়ি
প্লাস্টিকের লাটিমগুলো
লালনীল ঘুড়ি
নাটাইয়ের এলোমেলো সুতো
রঙিন বেলুন
ঝিকিমিকি মার্বেল
সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে।
জানিনা কোন কথা আগে বলা যায়
গোলাপ এবং বারুদের গন্ধ মিলেমিশে গেলে
সব কথা এলোমেলো হয়ে যায় বড়ো…..
সেন্সরড ‘আহা’ ‘উহু’ গুলো।
আগে ছাড়পত্র নিতে হবে
কতোটুকু বলা যাবে ;
কাম্য নয় কাঠগড়া অথবা হাতকড়া।
কেন আদিবস্তির আকাশে কাকচিলের মচ্ছব লাগে বারবার
এমন গল্প নিরাপদ নয়।
একমাত্র বৈধ ক্যামেরায় তোলা ছবিগুলোই
সত্য
এবং
নিরাপদ
আপাতত।
___________________________
( কাব্যগ্রন্থ : ভুল দরোজা এবং পুরনো অসুখ)
কবিতার জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয় আপা। শুভ নববর্ষ।
শুভেচ্ছা সবসময়ের জন্য।