ভোল বদলেও ভুলে যাওয়া হয় না কিছুই
ভুলে যাবে! সাম্প্রতিক ফাঁসির শিৎকার
বারবার মনে পড়িয়ে দেবে সেলুলার জেলের
আড়াই দিনের ঘুলঘুলি থেকে রোদ্দুর গল্প!
মৃত্যু চাইলেও সে আসে না, না চাইতেই
মধ্যরাত্রির গাউন ছিঁড়ে চুমু খায় সেই মৃত্যুই :
ভুলে যাব বললেই ভুলে থাকা যায় না কিছুতেই।
1 thought on “নিজকিয়া ২৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়া ধারাবাহিকটি নিয়মিত প্রকাশ পাওয়ায় স্বস্তি অনুভব করছি।
লিখাটিকে ঠিক সিরিজ লিখা বলা যাবে না। প্রত্যেকটিই স্বতন্ত্র। শুভেচ্ছা প্রিয় সৌমিত্র।