বুকে সোনার মুদ্রা গেঁথে আছে
বেলুনের মধ্যে শুধু হাসির বাতাস
তালাবন্ধ শহরটায় কে দেয় সাঁঝ-আলো?
বকুলগাছ থেকে খ’সে পড়ছে ইতিহাস
প্রেত-রাস্তা, আমি একমাত্র ক্যুরিয়ার!
জন্মদিন-মুক্তোফলে দেহ ভেঙে পড়ে
ছিঁড়ে নাও, ও চিরায়ু, উৎসব তোমার
শুভেচ্ছাটি ধরে আছি মরণ-কামড়ে…
প্রায় প্রত্যেক জন্মদিনে আমার নিজের অবস্থাটিও এমন হয় চন্দন দা।