চাদ ও জোছনা

ঘুম ভাংলো এবার রাতের
চেয়ে দেখে চাদের ছায়া তার শরীরে।
আলতো করে চাদর টেনে দিল জোছনা।
অভিমান উবে গেল
গেল রোজকার যন্ত্রণা।

মন খারাপের সে ক্ষনে
কি যে যন্ত্রণা ছিল রাতের মনে।
একাকী সময়ে ছিল সে বড় একা
চাদ তাই সঙ্গ দিল
দিল জোছনা।

কাব্যকাল সম্পর্কে

কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকে কবিতা লেখা। কবিতা হিসেবে আলোচিত হোক বা না হোক এইগুলো আমার কবিতা। আমার ভালবাসা। বি:দ্র: নিজের পরিচয় বা সম্পর্কে বলতে শ্রেফ ভালো লাগে না।

4 thoughts on “চাদ ও জোছনা

  1. জোছনার সঙ্গ মন্দো না!

    নববর্ষের শুভেচ্ছা নিন কবি। শুভ হোক আপনার সতত। শুভ রাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।