বৌ শাশুড়ি কড়চা
– যাযাবর জীবন
বৌ শাশুড়ি হাঁড়িকুঁড়ি
নিত্যদিনের আম আচারি;
জামাই শ্বশুর দেবর ননদ
সবার চোখে বৌ এর গলদ
শালা শালি শ্বশুর বাড়ি
জামাই বেটার মাথায় বাড়ি;
কালকের বৌ আজ শাশুড়ি
আজকের বৌ হবে শাশুড়ি
এক সাথে হাঁড়িকুঁড়ি, এক সাথে জীবন পাড়ি
তবুও দুজন, কেও কাওরে দেখতে নারি;
বৌ শাশুড়ির সারাজীবন, চুলাচুলি বস্রহরণ
নববর্ষের প্রথম দিন, ইলিশ পোলাও বর্ষবরণ।
দীলখুশ মিঞার পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা গ্রহন করুন।
হাই হ্যালো।
শাশুড়ি বউয়ের ঝগড়া ঝাটি ভালো লাগেনি, ভাল লাগে নি
বৌ শাশুড়ির সারাজীবন, চুলাচুলি বস্রহরণ
তবে জব্বর লাগছে ইলিশের সাথে পান্তা না দিয়ে পোলাও দেয়াতে, ওহ, বড্ড মজা লেগেছে।
আপনার ভাল হোক।
বেশ লাগলো আপনার লিখা
এক সাথে হাঁড়িকুঁড়ি, এক সাথে জীবন পাড়ি
তবুও দুজন, কেও কাওরে দেখতে নারি; ___ দেখতে পারে না ক্যান্ এইটাই বুঝিনা।