নদী

নদী
——
বারংবার আমার বুক চিরে তুমি বয়ে গেছ নদী
আমি ভাটিতে দাঁড়িয়ে শুনেছি আমার ডাকনাম।
তুমি ভ্রুক্ষেপ করনি!

কবরের খবরে যারা পত্রিকা পড়ে
তারা কখনো আকাশ ছুতে পারেনা।
পারেনা করতে চোখের তারাতে সবুজের চাষাবাদ।

পিপড়ার দল সারি বেধে কেন চল না?
ট্রাফিকের নিয়ম ভাঙতে নয় মানতে জান।
তোমরা কি জানতে চাওনা জীবনের সিগনাল।

শোন নামহীন ধূসর ফর্সা রমণী
আমি তোমাকে ভিক্ষা দিতে এসেছি।
ভিক্ষা দিতে এসে নিজেই আজ ভিক্ষুক।
তুমি কি দেখনা আমার শুন্য থালা।

এসো বুক চিরে বয়ে যাও নদী
আমি তোমাকে চাই।
এবং চাই।
আমি তোমাকে।
মূলত নদীকে বড্ড ভালোবাসি।

কাব্যকাল সম্পর্কে

কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকে কবিতা লেখা। কবিতা হিসেবে আলোচিত হোক বা না হোক এইগুলো আমার কবিতা। আমার ভালবাসা। বি:দ্র: নিজের পরিচয় বা সম্পর্কে বলতে শ্রেফ ভালো লাগে না।

4 thoughts on “নদী

  1. “পিপড়ার দল সারি বেধে কেন চল না?
    ট্রাফিকের নিয়ম ভাঙতে নয় মানতে জান।”

    কবিতা অনেক সুন্দর! আমার ভালো লেগেছে।

    আপনার অবগতির জন্য জানাই, প্রথম পাতায় একই লেখকের একাধিক পোস্ট করা নিষেধ।
    শুভ কামনা অনিঃশেষ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।