সর্বোচ্চ আদালতে গ্রিক দেবীর ভাস্কর্য স্থাপন উপমহাদেশে বাংলাদেশেই প্রথম। পাশের দেশ ভারতে পৌত্তলিকতার প্রাধান্য থাকা সত্ত্বেও সেখানে নেই এই প্রতীক। পাকিস্তানের সর্বোচ্চ আদালতে এই মূর্তি নেই। একমাত্র হিন্দুরাষ্ট্র নেপালেও নেই এই দেবীর মূর্তি। এমনকি শ্রীলঙ্কা-মিয়ানমারেও নেই তথাকথিত ন্যায়বিচারের এই প্রতীক। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানে ১৯৬৪ সালে কুখ্যাত শাহ প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের সামনে পাশ্চাত্যের অনুকরণে গ্রিক বিচারের দেবী থেমিসের মূর্তি স্থাপন করেছিল। একমাত্র এ উদাহরণটি বাদে এ পর্যন্ত মুসলিম দেশের শাসকরা যত মন্দই হোক না কেন আদালতের সামনে দেবীমূর্তি স্থাপন করতে সাহস পাননি।
4 thoughts on “বাংলাদেশের অনন্য উদাহরণঃ উপমহাদেশে প্রথম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রশ্ন তাহলে দুটি … গ্রীক দেবীর ভাস্কর্য স্থাপনার প্রয়োজনই হলো কেন;
এখন আবার সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তাই বা পড়লো কেন !!
আমরা সাহসী জাতি কি না! যাইহোক, বর্তমান সরকারের সাহস মনে হয় আরো বেশি!
আমাদের সবাইকে ধর্মনিরপেক্ষ ধর্মে দীক্ষিত করার জন্য এই আয়োজনে দরকার আছে।
আমাদের সবাইকে ধর্মনিরপেক্ষ ধর্মে দীক্ষিত করার জন্য এই আয়োজনে দরকার।