আগুনের কাছে গেলে
তুমি আগুন হয়ে যাও,
জলের কাছে গেলে
হয়ে যাও জল
আমি তো মোহমেঘে
বৈশাখি বিকেলে
শুধুই খুঁজেছি সেই বৃষ্টিসরল…
১৪ এপ্রিল ২০১৭
আগুনের কাছে গেলে
তুমি আগুন হয়ে যাও,
জলের কাছে গেলে
হয়ে যাও জল
আমি তো মোহমেঘে
বৈশাখি বিকেলে
শুধুই খুঁজেছি সেই বৃষ্টিসরল…
১৪ এপ্রিল ২০১৭
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সিম্পলি বেস্ট কবি ইলিয়াস ভাই।